অসমের ভয়াবহ বন্যার কথা আমরা সকলেই জানি, বহু মানুষ বহু ক্ষয় ক্ষতির সম্মুখীন হয়েছেন, অনেকে হারিয়েছেন আশ্রয়স্থল তো অনেকের হয়েছে খাদ্য সামগ্রীর অভাব, কিন্তু প্রয়োজন মত পাশে পাওয়া যায়নি রাজ্য সরকারের প্রতিনিধিদের, তাই ‘আপ’ অসমের কর্মীরা পৌঁছালেন দুর্দশাগ্রস্তদের কাছে, এবং বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। ত্রান সামগ্রী দানের মাধ্যমে কিছু কষ্ট নিবারণের চেষ্টা করলেন তাঁরা।

