করোনা ভাইরাস কেবলমাত্র কোনো এক রাজ্য বা দেশকে নয়, গোটা বিশ্বকে সংকটের মুখে ঠেলে দিয়েছে, এই সংকট থেকে নিপাত পাওয়ার উপায় সন্ধান সকলের চিন্তার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ভারতবর্ষের পরিস্থিতিও কিছু আলাদা নয়, সকল রাজ্যেই এর প্রভাব ভয়াবহ। দিল্লিতেও পরিস্থিতি সংকটজনক ছিল, কিন্তু দিল্লি সরকারের কিছু সফল প্রয়োগ এই বিপদ থেকে অনেকটা জয়লাভ করতে সক্ষম হয়েছে। কিন্তু কর্ণাটক সরকার এই বিষয় যেমন ব্যর্থ তেমন অসহায় হয়ে পড়েছে, তাই ঐ রাজ্যের আম আদমী পার্টির কর্মীরা সরকারের উপর আর বিশ্বাস না রেখে ‘আপ কেয়ারস’ নামক অভিযানের মাধ্যমে জনগণের বাড়ি বাড়ি পৌঁছে এবং বিভিন্ন এলাকায় ক্যাম্প করে পি.পি.ই কিট পড়ে সকল সাবধানতা অবলম্বনের মাধ্যমে মানুষের তাপমাত্রা ও অক্সিজেন পরীক্ষা করছেন এবং করছেন বহু এলাকায় স্যানিটাইজেশন, প্রয়োজনে সমস্ত হাসপাতালে বেড এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করে দিচ্ছেন কর্মীরা।
