সমর্থকদের উদ্দেশ্য লাইভ সম্বোধনে কেজরিওয়ালের চাওয়া মাত্রই এক দিনে ৩০,০০০ অক্সিমিটার দান করলো আপ সমর্থকেরা, যা দিয়ে আম আদমী পার্টির ‘অক্সি মিত্র’দের দল দেশজুড়ে ৩০,০০০ গ্রামের বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা করবে সাধারণ মানুষের অক্সিজেনের মাত্রা, প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা হাসপাতালের বেড ব্যবস্থা করতেও এগিয়ে যাবেন তাঁরা।
এমন অভিনব রাজনীতির সূচনা কেবলমাত্র আম আদমী পার্টির দ্বারাই সম্ভব।
