দিল্লি-ডায়েরি

৭ই আগস্ট: দূষণ নিয়ন্ত্রণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে দিল্লি সরকার ঘোষণা করলো ‘বৈদ্যুতিক বাহন নীতি’

দিল্লিতে দূষণ নিয়ন্ত্রণ করতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে দিল্লির কেজরিওয়াল সরকার চালু করলো এক অভিনব পদক্ষেপ। ঘোষণা করা হল ‘বৈদ্যুতিক বাহন নীতি’, এই নীতির মাধ্যমে ২০২৪ সালের মধ্যে মোট বাহনের ২৫% বৈদ্যুতিক বাহন রাস্তায় নামানোর সংকল্পবদ্ধ হল আম আদমী দ্বারা পরিচালিত দিল্লি সরকার।
এই নীতিতে বৈদ্যুতিক বাহন চালকদের জন্যেও থাকবে বহু ছাড় এবং সুবিধা।

Click to comment

Leave a Reply

POPULAR

To Top