দিল্লি-ডায়েরি

২রা জুলাই: দেশকে প্রথম প্লাজমা ব্যাঙ্কের উপহার দিয়ে নজির গড়লেন অরবিন্দ কেজরিওয়াল

delhi plasma bank

যে সময়ে দেশে করোনা সংক্রমণের হার ছিল তুঙ্গে এবং দিনের পর দিন তার প্রভাবে বাড়তে থাকা মৃতের সংখ্যা সমস্ত রাজ্য এবং কেন্দ্র সরকারের চিন্তার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছিল, সেই সময়েই দিল্লি প্লাজমা থেরাপির সফল পরীক্ষনের মাধ্যমে দিল্লি তথা দেশবাসীকে করোনার হাত থেকে বাঁচার পথ দেখিয়েছিল।

দিল্লির ILBS হাসপাতালে নির্মিত দেশের প্রথম প্লাজমা ব্যাঙ্কের উদ্ভোদন করে সাধারণ মানুষের জন্য প্লাজমা সহজলভ্য করে তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Click to comment

Leave a Reply

POPULAR

To Top