নিজস্ব সংবাদদাতা, ব্যবস্থা পরিবর্তন: গাজীপুরের মাছ ও হাঁস মুরগির বাজারের বর্জ্য বিশেষ প্রযুক্তির মাধ্যমে অপসারণ করে পনেরশো ইউনিট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে এমন একটি প্রকল্পের উদ্বোধন করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
কেজরিওয়াল জোর দিয়েছিলেন বর্জ্য স্যার কে বিদ্যুৎ এ রূপান্তরিত করা উচিত যাতে ব্যবহার করা হয় তার উপর । উল্লেখ্য কেজরিওয়াল তার টুইটার হ্যান্ডেল থেকে টুইট করেছিলেন “জ্বালানির নবায়নযোগ্য উৎসগুলি নগরীতে দূষণ হাস করার মূল চাবিকাঠি”। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোডিয়া র দাবি প্রতিটি মান্ডি কে বর্জ্য পদার্থ শূন্য করতে হবে।
