দিল্লিতে যে ১২ বছরের নাবালিকার সাথে কুকর্ম হয়েছে, সেই নাবালিকার স্বাস্থ্য সম্পর্কে চিন্তিত মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এবং দিল্লির মহিলা কমিশনের অধ্যক্ষ স্বাতী মালিওয়াল নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও দিল্লি সরকারের পক্ষ থেকে AIIMS হাসপাতালে ‘আপ’ বিধায়িকা অতিশী পরিবারের হাতে তুলে দিলেন ১০ লক্ষ টাকার আর্থিক অনুদান। যদিও কোনো অনুদানই কম করতে পারবে না ঐ পারিবারের কষ্টকে, কিন্তু ‘আপ’ সরকার চেষ্টা করছে যাতে নাবালিকার পরিবারকে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়।
