দিল্লি-ডায়েরি

৩০শে জুলাই: কেজরিওয়াল সরকার ডিজেলের ওপর ভ্যাট কমিয়ে মানুষকে দিল স্বস্তির নিশ্বাস

করোনার প্রভাবে বহু ভাবে সমস্যার সম্মুখীন হতে হয়েছে দেশবাসীকে, এই সমস্যাকে কে দিল্লিবাসীর জন্য কিছুটা হ্রাস করতে দিল্লির মন্ত্রীসভা সিদ্ধান্ত নিয়েছে ডিজেলের উপর থেকে ভ্যাট কম করার, সম্ভবত ভারতের ইতিহাসে প্রথমবার কোনো সরকার এক লাফেই ভ্যাট কমিয়ে ৩০% থেকে ১৬.৭৫% করে দেখিয়েছে, যা ডিজেলের মূল্যকে সোজা ₹৮২ টাকা থেকে ₹৮.৩৬ কম করে ₹৭৩.৬৪ টাকা করে দিয়েছে।

রাজনীতিকে পরিবর্তনের স্বপ্ন নিয়ে রাজনীতিতে আশা অরবিন্দ কেজরিওয়ালের সৎ রাজনীতির পক্ষেই সম্ভব এমন অভূতপূর্ব সিদ্ধান্ত গ্রহণ করা।

Click to comment

Leave a Reply

POPULAR

To Top