ভারতের প্রথম এনভায়রনমেন্ট পলিসি, বায়ু দূষণ নিয়ে দিল্লি সরকার কি কি পদক্ষেপ করেছে সে বিষয়ে বুধবার ভার্চুয়াল ফোরামে বক্তব্য রাখবেন কেজরিওয়াল।
জার্মানির আই সি এল আই ও সিটি বন এর উদ্যোগে এই বিশ্ব জলবায়ু সম্মেলনের আয়োজন করা হয়েছে। জলবায়ুর জরুরী পরিস্থিতি মোকাবিলায় এটি একটি বিশ্বব্যাপী সংস্থা। এই বৈঠকে কলম্বিয়া, ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র, সহ বিভিন্ন দেশ থেকে সেখানকার শহরের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এই বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
