দেশজুড়ে করোনা সংকটকালে বহু মানুষ নিজের চাকরি হারিয়েছেন, যার সরাসরি প্রভাব পড়েছে দেশের অর্থনীতির উপর।
এই বিপর্যয় থেকে দিল্লিকে রক্ষা করতে ও অর্থনীতিকে পুনরায় মজবুত করতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল চালু করলেন ‘রোজগার বাজার’ পোর্টাল, যার মাধ্যমে চাকরিদাতা ও চাকরি সন্ধানকারী উভয়েই পাবেন যথাক্রমে তাঁদের যোগ্যতা অনুসারে পছন্দ মত প্রার্থী ও চাকরি।
ওয়েব পোর্টালের লিঙ্ক: jobs.delhi.gov.in
