দিল্লি-ডায়েরি

দিল্লিবাসির জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল সিলামপুর ও শাস্ত্রী পার্ক ফ্লাই ওভার

seelampur sashtri flyover

দিল্লিবাসি যেন এক জাদুকরকে তাদের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। দিল্লির ঐশ্বর্য সিগনেচার ব্রিজের পর দিল্লির জাদুকর আবারো দিল্লিবাসিকে উপহার দিলেন প্রায় নয় মাসে তৈরি নতুন দুটি ফ্লাই ওভার, তবে একটি নয়, এবার একসঙ্গে দুটি – সিলামপুর ও শাস্ত্রী পার্ক ফ্লাই ওভার। আজ এই দুটি ফ্লাই ওভার মানুষের যাতায়াতের জন্য খুলে দেওয়া হল যার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দিল্লির জাদুকর মুখ্যমন্ত্রী শ্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির লোকনির্মাণ বিভাগের মন্ত্রী শ্রী সত্যেন্দ্র জৈন, দিল্লি বিধানসভার অধ্যক্ষ রামবিলাস গোয়েল, স্থানীয় বিধায়কবৃন্দ ও ব্রিজ নির্মাণকারী ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে এই দুটি ব্রিজ উদ্বোধন করতে গিয়ে কেজরিওয়াল বলেন, এই দুটি ব্রিজের জন্য তার সরকার ৩০৩ কোটি টাকা বরাদ্দ করেছিল কিন্তু ৫৩ কোটি টাকা বাঁচিয়ে ২৫০ কোটি টাকাতেই তারা এই দুটি ব্রিজ নির্মাণের কাজ সম্পন্ন করেছেন। স্বাভাবিকভাবেই, কেজরিওয়াল তার পুরনো ভঙ্গিমাতেই বিরোধী রাজনৈতিক দলগুলি পরিচালিত সরকারকে নিশানা করে বলেন যে, অন্যান্য রাজনৈতিক দলচালিত সরকার যেখানে এই ধরণের ব্রিজ নির্মাণ করতে হাজার কোটি টাকা খরচ করে দশ বছরেও কাজ সম্পন্ন করতে পারে না তখন শুধুমাত্র সমগ্র দেশে আম আদমী পার্টির সরকারই খুব অল্প সময়ের মধ্যে এইরকম আশ্চর্যজনক কাজ করে দেখাতে সক্ষম হয়েছে। নতুন এই দুটি ব্রিজ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার ফলে পূর্ব ও উত্তরপূর্ব দিল্লির মধ্যে যাতায়াত করতে কমপক্ষে দশ মিনিট সময় কম লাগবে বলে যাত্রীদের অনুমান। তাছাড়া, এই দুটি ব্রিজ উত্তরপ্রদেশের গাজিয়াবাদ যাতায়াতকারি মানুষের জন্যও অনেকটা সময় কমিয়ে দেবে।

Click to comment

Leave a Reply

POPULAR

To Top