দ্বিতীয় ধাপে করণা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য পরিকাঠামো কে আরও উন্নত করল দিল্লি সরকার। আরো বেশি পরিমাণে অক্সিজেন সিলিন্ডারের ব্যাবস্থা ও ইনটেনসিভ কেয়ার ইউনিট এর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে,দিল্লিতে কভিড টেস্টের সংখ্যা আরো বাড়ানো হবে বলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার নিজস্ব টুইটারে পেজে টুইট করে জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন যে দেওয়ালির সময় দিল্লিতে আতশবাজি পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। কোভিড সংক্রমণের ঢেউ মোকাবিলায় দিল্লি সরকার প্রাইভেট হাসপাতাল গুলিকেও স্বাস্থ্য পরিষেবায় যুক্ত করতে চেয়েছিল, কিন্তু দিল্লি হাইকোর্ট এ বিষয়ে স্থগিতাদেশ জারি করেছে। দিল্লি সরকার সূত্রে জানা গেছে স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে। দিল্লি সরকারের আবেদনে সুপ্রিম কোর্ট পরিস্থিতির বিবেচনা করে স্থগিতাদেশ প্রত্যাহার করবে বলে সরকার আসা প্রকাশ করেছে ।
