দিল্লির দুই হাজার বিশিষ্ট লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে যুক্ত হতে চলেছে ১৫০০ শয্যার নতুন একটি ব্লক। আজ এই নতুন ব্লকের ভূমি পুজা সম্পন্ন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী শ্রী অরবিন্দ কেজরিওয়াল ও দিল্লির স্বাস্থ্যমন্ত্রী শ্রী সত্যেন্দ্র জৈন ও অনান্যরা। দিল্লি সরকারের এই সরকারি হাসপাতালটি দেশের সর্বোচ্চ হাসপাতাল হিসেবে চিহ্নিত হবে। ২৫ তলা বিশিষ্ট এই হাসপাতালটিতে সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক বিশ্বমানের সমস্ত রকমের চিকিৎসা বিভাগের ব্যবস্থা করা হবে যাতে রুগীরা এক ছাতার তলায় সমস্ত রকমের সুযোগ-সুবিধা উপভোগ করতে পারেন। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মতে, ১৫০০ শয্যা বিশিষ্ট আধুনিক চিকিৎসা ব্যবস্থাযুক্ত নতুন এই ব্লকটি নির্মাণ করতে সরকারের খরচ হবে মোট ৪৫০ কোটি টাকা যা প্রত্যেক শয্যার হিবেসে খরচ পড়বে ৩০ লক্ষ টাকা। কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারের দ্বারা তৈরি করা হাসপাতালের খরচের প্রসঙ্গ টেনে কেজরিওয়াল বলেন যে, কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারের হাসপাতাল তৈরি করতে যেখানে প্রতি বেড পিছু প্রায় এক থেকে দেড় কোটি টাকা খরচ হয় সেখানে দিল্লি সরকারের এই হাসপাতালে প্রতি বেড পিছু খরচ মাত্র ৩০ লক্ষ টাকা যা দুর্নীতিমুক্ত সরকারেরই ইঙ্গিত দেয়। প্রসঙ্গত, পুরনো ব্লকটিতেও কিছু দিনের মধ্যেই নতুন ৩০০ শয্যার ব্যবস্থা করা হবে যার রেশ টেনে তিনি বলেন আগামী দুই থেকে আড়াই বছরে দিল্লির এই হাসপাতালটি একাই ৩৮০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের শিরপা অর্জন করতে চলেছে।
