২০০৬ সাল থেকে চলা কেজরিওয়ালের গরীবদের স্বার্থে রেশন আন্দলোন ও সংঘর্ষ ২০২০ সালে পেল সফলতা। এইবার থেকে রেশনের জন্য সাধারণ মানুষকে আসতে হবে না রেশন দোকানে, তাঁরা তাঁদের অধিকারের রেশন পেয়ে যাবেন বাড়িতে বসেই।
রেশন মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করতে করতে প্রাণ হারানো ‘আপ’ কর্মী শহীদ সন্তোষ কোলি কে এই সফলতা উৎসর্গ করলেন অরবিন্দ কেজরিওয়াল।
