দিল্লি-ডায়েরি

২১শে আগস্ট: দিল্লির সরকারি স্কুলের পড়ুয়ারও পাবে ‘এক্সচেঞ্জ প্রোগ্রাম’ -এর মাধ্যমে বিদেশ গিয়ে জ্ঞান লাভের সুযোগ

আমরা জানি আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্পের ভারত সফরের সময়ে ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী এবং আমেরিকার প্রথম মহিলা মেলানিয়া ট্রাম্প দিল্লি পৌঁছে দিল্লি সরকার দ্বারা নির্মিত দিল্লির সরকারি স্কুল এবং শিক্ষা ব্যবস্থার প্রশংসায় মুগ্ধ হয়েছিলেন।

এখন দিল্লির শিক্ষা ব্যবস্থায় উন্নয়নমূলক পরিবর্তনের জন্য দিল্লি সরকার তৈরি করেছে ‘ভিশন ২০৩০ যোজনা’, যার মাধ্যমে সরকারি স্কুলের পড়ুয়ারা বিদেশে গিয়ে বিদেশি ছাত্র-ছাত্রীদের থেকে শিখতে পারবে তাদের শিক্ষা পদ্ধতি।

কেজরিওয়াল সরকার বিশ্বাস করে “শিক্ষার দ্বারাই হওয়া সম্ভব, উন্নত ভারতের নির্মাণ।”

Click to comment

Leave a Reply

POPULAR

ব্যবস্থা পরিবর্তন কেবলমাত্র দুটি শব্দ নয়, এক সংকল্প। ঠিক যেমন আম আদমী পার্টি কোনো রাজনৈতিক দল নয়, এক রাজনৈতিক আন্দোলন। দেশের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন। দেশের চিরাচরিত রাজনীতির পটভূমির পরিবর্তন ঘটিয়ে এক নতুন সমাজ গড়ার আন্দোলন। 'আপ' রাজনীতি করতে নয় রাজনীতির পরিভাষা বদলের জন্যই জন্ম নিয়েছে। বর্তমানে বহু ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক চাপে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ক্ষমতাসীন পক্ষকে কেন্দ্র করেই খবর সম্প্রসারণ করে। তাই সাধারণ মানুষের কাছে ধর্মের রাজনীতির সম্প্রচার করে এবং কর্মের রাজনীতির রূপায়ণের সত্যতাকে গোপন করে। এই কারণেই 'ব্যবস্থা পরিবর্তন' এর প্রকাশ। 'আপ' এর বাংলা তথা দেশব্যাপী উন্নয়ন মূলক নতুন রাজনীতি স্থাপনের লড়াইয়ের এক গুচ্ছ খবর, দিল্লি সরকারের বিভিন্ন দৃষ্টান্তমূলক কর্মকান্ডের বিবরণ তথা 'আপ' ও তার বৈকল্পিক রাজনীতির উপর প্রবন্ধ নিয়েই এই মাসিক পত্রিকার সূচনা। দলের সদস্যদের জন্য, 'আপ' পশ্চিমবঙ্গ শাখার একটি প্রয়াস।

Help Us Grow This Movement

AAP is the only political party in India that runs 100% through crowdfunding and accounts for every rupee received

 



Copyright © 2020 Byabastha Paribartan.

To Top