২০১০ সালে এই কমন ওয়েল্থ গেমস কে ঘিরে দীর্ঘ ১৫ বছর ধরে দিল্লির ক্ষমতায় থাকা কংগ্রেস সরকার দূর্নীতিতে জড়িয়েছিল, আজ ঠিক ১০ বছর পরে সেই কমন ওয়েল্থ গেমস এর স্টেডিয়ামকে ৬০০ বেডযুক্ত কোভিড কেয়ার সেন্টারে রুপান্তরের মাধ্যমে করোনার বিরুদ্ধে লড়াইয়ে মানুষের জীবণ রক্ষার হাতিয়ার করে তুলেছে দিল্লির কেজরিওয়াল সরকার।
