দিল্লি-ডায়েরি

৯ই আগস্ট: দিল্লির স্বাস্থ্য কাঠামোর মুকুটে যোগ হল আরও এক বিশ্বমানের হাসপাতালের পালক

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈন উদ্ভোদন করলেন দিল্লি সরকার দ্বারা দিল্লির আম্বেদকর নগরে নবনির্মিত ২০০ বেড যুক্ত হাসপাতালের।
যে সময় বাকি দলের নেতারা ধর্মের রাজনীতি করতে ব্যস্ত, সেই সময় দিল্লিতে কেজরিওয়াল দিল্লিবাসীকে দিয়ে চলেছেন একের পর এক চমকপ্রদ উপহার।

দেশবাসীকে বুঝতে হবে কোনটা জাতির উদ্দেশে প্রয়োজন, ‘ধর্মের রাজনীতি’ না ‘কর্মের রাজনীতি’।

Click to comment

Leave a Reply

POPULAR

To Top