যেখানে করোনা আবহে কলকাতার বাসিন্দারা বিদ্যুৎ বিলের চাপে আন্দোলনে নেমেছে। সেখানে রাজধানী দিল্লিতে ফের বিদ্যুতের দাম কম হওয়ার রেকর্ড তৈরি হল। তাও আবার লাগাতার ষষ্ঠ বছর। এবং যে প্রতিশ্রুতি নিয়ে দিল্লির গদিতে প্রথমবার বসেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তার পুরোটাই পূরণ করছেন তিনি। আর তাই দেশের সবচেয়ে সস্তায় ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন দিল্লিবাসী।
